ঢাকা: মিষ্টি মেয়ে হিসেবেই সবাই বানি কাপুরকে চেনে। কারণ ‘শুদ্ধ দেশি রোমান্স’ চলচ্চিত্রে তারার ভূমিকায় অভিনয় করেন তিনি। নায়িকা না হয়েও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হন মিষ্টি মেয়ে তারা। মিষ্টি মেয়ে হিসেবে তার চেহারা আরেকটি কারণে দর্শকদের কাছে ধরা দিয়েছে। সেটি হলো লাক্সের বিজ্ঞাপনের মডেল হিসেবে।
কিন্তু এ মিষ্টি মেয়েটিই ঘটিয়ে ফেলেছেন দুষ্টুকাণ্ড। সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য তিনি খুব বাজেভাবে ফোটোশ্যুট করেছেন। আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ম্যাক্সিম’ এর কভার স্টোরির জন্য বানি বেশ খোলামেলা ছবি তুলে সব্বাইকে অবাক করে দিয়েছেন। অথচ তাকে কেউ সেভাবে চিন্তাও করে না। বিখ্যাত বিজ্ঞাপন ও ফ্যাশন ফোটোগ্রাফার যতিন কাম্পানি এই ফোটোগুলো তুলেছে। ডিজাইনার রাকেশ আগরওয়ালের ডিজাইন করা পোষাক ছিল তার গায়ে।
সমালোচকদের ধারণা, ছবির জগতে তার স্থান পাকাপোক্ত করতেই বনি এমন খোলামেলা হয়েছেন। এমনকি ম্যাগাজিনের ছবি প্রকাশের পরপরই তিনটি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি।