‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি প্রথমবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেছেন। সৈয়দ আপন আহসানের নির্দেশনায় রানী ফুডসের ‘রিংগো চিপস’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। রোববার ঢাকার কোক ফ্যাক্টরিতে এর শুটিং শুরু হয়েছে। প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে আবু হেনা রনি বলেন, ‘এর আগে চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছি। সেই সঙ্গে উপস্থাপনাও করছি। কিন্তু প্রথমবার মডেলিং করলাম। সত্যিই অন্যরকম এক অভিজ্ঞতা। বিজ্ঞাপনটির নির্মাতা আপন আহসান আমাকে কাজটি করার সুযোগ করে দেয়ার পর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি।’ ‘রিংগো চিপস’র জিঙ্গেল করেছেন রিপন খান। নির্মাতা জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এ বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে মীরাক্কেল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর আবু হেনা রনি দুটি চলচ্চিত্র ও দুটি নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্র দুটি হচ্ছে তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ও মনিরুল ইসলাম সোহেলের ‘টম অ্যান্ড জেরি’। নাটক দুটি হচ্ছে গোলাম সোহরাব দোদুলের ‘কাকতাড়ুয়ার দেশে’ ও রেদওয়ান রনির ‘চতুষ্কোণ’। দুটি নাটক এরই মধ্যে প্রচার হয়েছে। অন্যদিকে রনি বাংলাভিশনের জন্য নির্মিত ‘ক্ষুদে রসিক রাজ’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।