[ads1]মলেশ্বর মুখার্জির প্রতিটি ছবিতে নতুনত্বের কিছু ছোঁয়া থাকেই দর্শকদের জন্য। কিন্তু পরিচালক কমলেশ্বর মুখার্জির আপকামিং ছবি ‘ক্ষত’তে নতুনত্বের এইভাবে প্রকাশ ঘটবে তা কেউ আসাও করেননি বোধহয়।
দর্শকদের মনে ক্ষত সৃষ্টিকারী এই ছবির ফার্স্ট লুক ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেলো ছবিটির আলোড়ন সৃষ্টিকারী ট্রেইলার। ছবিটিতে মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জির দেখা মিলবে এক ভিন্ন ও অসামাজিক চরিত্রের রূপক হিসেবে। অসামাজিক কিছু কার্যকলাপ, ছিন্নভিন্ন ভালোবাসা, ঘৃণা, মার্ডার ও বিশ্বাসঘাতকতার বহিঃপ্রকাশ ঘটতে চলেছে এই ছবিতে। দুটি অসামাজিক কার্যকলাপসম্পন্ন মানুষের সৃষ্টির জন্য দায়ী একটি মার্ডার, তার ছবি ফুটে উঠতে চলেছে কমলেশ্বর মুখার্জির ‘ক্ষত’তে।
ছবিটির গল্প নিতান্তই নতুন, কারণ এই ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করতে চলেছেন ছবিটির প্রধান চরিত্র প্রসেনজিৎ চ্যাটার্জি। সাথে আছেন পাওলি দাম ও রাইমা সেন। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে পারে আলোড়ন সৃষ্টিকারী এই ছবিটি। ‘প্রাক্তন’ ছবির অভাবনীয় সাফল্য এ ধরনের ছবির প্রতি দর্শক মহলের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।[ads2]