রামায়ণের চরিত্র অবলম্বনে টলিউডের বিকল্পধারা চলচ্চিত্রের পরিচালক সুজয় ঘোষের শর্টফিল্ম অহল্যা অনলাইনে মুক্তি পেয়েছে। ১৪ মিনিট দৈর্ঘের শর্টফিল্মটি রামায়ণের গৌতম মুনি, অহল্যা ও ইন্দ্রের কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে।
তবে এখানে গল্পে টুইস্ট এনেছেন সুজয়। নিজের বুদ্ধিমত্তা দিয়ে পরিবর্তন করে ফেলেছেন রামায়ণের মূল কাহিনিকে। কারণ রামায়ণে ইন্দ্রের সঙ্গে সহবাসে শাস্তি পেতে হয়েছিল অহল্যাকে আর সুজয়ের শর্টফিল্মে শাস্তি পাবেন ইন্দ্র।
এখানে শিল্পী গৌতম সাধুর ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি, অহল্যার ভূমিকায় রাধিকা আপতে, পুলিস ইন্সপেক্টর ইন্দ্র সেনের ভূমিকায় টৌটা রায়চৌধুরী।
অভিনয়, ভঙ্গিমায় অহল্যার চরিত্রে রাধিকা যথাযথ হলেও দর্শকদের কানে লেগেছে তার বাংলা উচ্চারণ। ট্রেলরে ছিল টানটান উত্তেজনা। সেই তুলনায় ছবিও কিছুটা হতাশ করেছে দর্শকদের।