মুক্তি পেল ‘পুড়ে যায় মন’ সিনেমার চার গান

0

Purejaimonসাইমন-পরী জুটির পুড়ে যায় মন সিনেমাটি নতুন বছরে ৫ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এ সিনেমার মুক্তিকে সামনে রেখে একসঙ্গে চারটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে।

পুড়ে যায় মন, ওরে প্রিয়ারে, সেকেন্ড হ্যান্ড গার্ল ফ্রেন্ড, হাজার রকম প্রেম শিরোনামের এ গানগুলো গতকাল ২২ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

সনি ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত এ সিনেমাটি গত ২৯ নভেম্বর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এ সিনেমার মাধ্যমেই সাইমন-পরীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

সিনেমার গল্পে দেখা যাবে- একই এলাকায় জন্ম সাইমন ও পরীমনির। ছোটবেলা থেকেই একসঙ্গে হেসে-খেলে বড় হয়েছেন তারা। একসময় দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। তবে তারা বুঝতে পারে না, এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম! দীর্ঘদিন কাছাকাছি থেকেও সময়ের টানে আলাদা হয়ে যায় পরী-সাইমন। তবে তারা কেউই এই আলাদা হওয়াটা মেনে নিতে পারে না। সাইমন পরীমনিকে ছাড়া পাগল প্রায়।

এ সিনেমায় সাইমন-পরী ছাড়াও অভিনয় করেছেন মিজু আহমেদ, আলীরাজ, শহীদ চৌধুরী প্রমুখ। সংগীত পরিচালনা করছেন জাবেদ আলম কিসলু, হুমায়ন, রুমি সেন। প্রকাশিত এ সব গানে কণ্ঠ দিয়েছেন-সংগীতশিল্পী পড়শী, ইমরান, হুমায়ন, খেয়া, পারভেজ, কর্নিয়া, রুমা, পুলক।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More