২৭ আগস্ট মুক্তি পেল মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে ইরানী চলচ্চিত্রকার মাজিদ মাজিদির তৈরি সিনেমা ‘মুহাম্মাদ: দ্য মেসেঞ্জার অব আল্লাহ’। ইরানের ১৪৩টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। এটি দেশটির ইতিহাসের সবচেয়ে ব্যায়বহুল সিনেমা। গতকাল ছবিটি মুক্তি পাবার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে ছবিটির মুক্তি একদিন পেছানো হয়।
ছবির পরিচালক মাজিদ মাজিদি জানান, সিনেমাটিতে তুলে ধরা হয়েছে হযরত মুহাম্মদ (স.)-এর শৈশবের কাহিনী। মহানবীর জীবনের এই অংশটি নিয়ে কোনো বিতর্ক নেই এবং এর মাধ্যমে মুসলিম বিশ্বের ঐক্যের বার্তা তুলে ধরেছেন তিনি।
সিনেমাটিতে মাজিদের সঙ্গে কাজ করেছেন বিভিন্ন ক্ষেত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা। বিখ্যাত ইতালীয় চিত্রগ্রাহক ভিত্তোরিও স্ত্রোরারো, অস্কারজয়ী ব্রিটিশ কস্টিউম ডিজাইনার মাইকেল ও’কনর এবং অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রেহমান সিনেমাটিতে কাজ করেছেন।
তবে এ ছবিতে মুহাম্মদ (সঃ) কে দেখানো হয়েছে কিনা তা যানা যায়নি!