ভারি মেক আপ নিয়ে সব সময় শুটিং ও ইভেন্টগুলোতে যেতে হয় অভিনেত্রীদের। তাই তারা যখন মেক আপ ছাড়া বাইরে বের হন তখন মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সম্প্রতি এমন এক পরিস্থিতিতে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে। একটি রিয়েলিটি শো’তে মেক আপ ছাড়া উপস্থিত হয়েই বিপদে পড়েছেন বেচারি। সেই খবর জানিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, একটি রিয়েলিটি শোতে দেরিতে পৌঁছান সোনাক্ষী। তাড়াহুড়ায় মেক আপ করা হয়নি তার। শুটিং স্পটে গিয়ে সেটের ভেতরে ঢুকতে গিয়ে পড়েন বিপত্তিতে। দারোয়ান তাকে ভিতরে যেতে বাধা দেন। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেন তিনি। চিৎকার করে বলে ফেলেন, ‘হ্যালো, আই এম সোনাক্ষী সিনহা।’ তার বলার ধরণে দারোয়ানের আর বুঝতে বাকি থাকেনি যে তিনি শত্রুঘন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। তবে এরই মধ্যে সোনাক্ষীর চিৎকারে সেটের অন্যান্যরা দৌড়ে আসেন।
Prev Post
Next Post