যদি নরেদ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে আমি দেশত্যাগ করবো, এমনই নাকি এক টুইট করেছেন বলিউডের কিং শাহরুখ খান। এখন সেই টুইটের ব্যাপারে ব্যাখ্যা দিতে এগিয়ে আসতে হচ্ছে তাকে।
কিছু দিন আগে অভিনেতা ও প্রযোজক কামাল আর খান (কেআরকে) টু্ইট করেছিলেন যে, পুরো পৃথিবীর কাছে আমার চ্যালেঞ্জ, যদি নরেন্দ্র মোদি সাহেব প্রধানমন্ত্রী হন তাহলে শুধু টুইটারই নয়, আমি ভারত ছেড়ে দেব।
গতকাল কেআরকে ওই টুইটের প্রসঙ্গ তুলে টুইট করেছেন, এটা কি সত্যি? শাহরুখ খান ভারত ত্যাগ করবেন, কি না?
লোকসভা নির্বাচনে বিজেপি জিতে যাওয়ার পর কেআরকের এই টুইটের পর ব্যাপক চটেছেন কিং খান। তিনি এর বিপরীতে টুইট করেছেন, যে টুইটটি আমি করিনি তা নিয়ে যেসব বোকারা মেতেছেন তাদের বলার এখনই সময়। ভুয়া টুইট নিয়ে এটা তোমার (কামাল আর খান) চাটুকারিতা এবং আমি এ বিষয়ে অনেক উদার।
সূত্র : ইন্ডিয়া টুডে