বাংলা ও হিন্দি সংগীতজগতের জনপ্রিয় এক নাম মোনালি ঠাকুর। বাংলাদেশি সংগীতপ্রিয় তারুণ্য মাতাতে এবার ঢাকায় আসছেন মোনালি। এটা পুরনো খবর। তার সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান, রাফাসহ ব্যান্ড দল ব্ল্যাক ও জন কবিরের তুন ব্যান্ডদল ইন্দালো। ইন্টেগ্রিটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে আগামী ১৮ মার্চ রাজধানীর বসুন্ধরার উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘শেয়ার দ্য মিউজিক’।
কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজকরা। সম্মলেনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইবনে বাকার, মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান ও ইন্দালো ব্যান্ডের কর্ণধার জন কবির।
জোবায়ের ইবনে বাকার জানান, কনসার্টের একদিন আগে ১৭ মার্চ ঢাকায় পৌঁছাবেন মোনালি। পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের কন্যা মোনালি ঠাকুর ‘ইন্ডিয়ান আইডল’-এ অংশ নেয়ার মধ্য দিয়ে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক জনপ্রিয় গানে শ্রোতা মাতিয়েছেন মোনালি।
Next Post