
পরিচালক-প্রযোজক যশরাজ চোপড়ার স্মরণে এই পুরস্কারটি দেওয়ার ব্যবস্থা করেন টি শুভ্রামি রেড্ডি (টি.এস আর) সংস্থানটি। এই সম্মান পেয়ে আনন্দিত রেখা জানান, ‘তিনি এই সম্মান পেয়ে খুবই খুশি। তবে এটাই তাঁর প্রাপ্তির শেষ হয়’। পাশাপাশি যশরাজের স্মরণে তিনি বলেন, ‘যশজি আমাকে বলেছিলেন যখন কাউকে ভালোবাসবে পুরো হৃদয় দিয়ে ভালোবাসবে। তাহলে দেখাবে বাঁচার জন্য তাঁকে ছাড়া আর অন্য কিছুর দরকার নেই’।
‘সিলসিলা’ ছবিতে যশ চোপড়া ও রেখার যুগলবন্দি দেখা গিয়েছিল। যা নজর কেড়ে ছিল সবার।