বলিউডের নামকরা পরিচালকদের একজন তিনি। তবে দীর্ঘদিন কোন সিনেমা দিয়ে খবরের শিরোনাম না হলেও এবার দক্ষিণী সিনেমা দিয়ে চলে এলেন খবরের শিরোনামে। এই সিনেমার পোস্টার নিয়ে বিতর্ক থামতে না থামতেই নাম নিয়েও বিপাকেই পড়েছেন ভার্মা।
পরিচালক রাম গোপাল ভার্মা চিরকালই বিতর্কের ঘেরাটোপে থাকতে ভালবাসেন। তবে এবার নিজের প্রিয় অভিনেত্রীর কাছ থেকে আইনি নোটিশ পেয়ে খানিকটা হয়তো চমকেই গেছেন তিনি। নোটিশটি পাঠিয়েছেন বলিউডের ‘চাঁদনী’ শ্রীদেবী।
সিনেমার নাম নিয়ে আপত্তি শ্রীদেবীর। কারণ এর নামই রাখা হয়েছে ‘শ্রীদেবী’। সিনেমাটির মূল প্রেক্ষাপট ২৫ বছর বয়সী মহিলার প্রতি নাবালকের যৌন আকর্ষণ। একারণেই সিনেমার নাম বদল করার নির্দেশ দিয়ে রাম গোপাল ভার্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন শ্রীদেবী।
শ্রীদেবী এবং তার স্বামী বনি কাপুর একেবারেই চাননা এমন একটি সিনেমাতে তার নাম এভাবে ব্যবহার করা হোক। কারণ শ্রীদেবী বলিউডে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তার ধারণা, এই সিনেমার ফলে ইন্ডাস্ট্রিতে তার নাম খারাপ হতে পারে।
জানা গেছে, শ্রীদেবীর আগে বনি কাপুরও রাম গোপাল ভার্মাকে সিনেমার নাম বদল করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু ভার্মা একপ্রকার জেদ করেই সেই নোটিশ এড়িয়ে গিয়েছিলেন। তবে এবার শ্রীদেবী চান যাতে রাম গোপাল ভার্মা এই সিনেমাতে তার নাম ব্যবহার না করেন। এমনকি তিনি নাম বদলের একটি লিখিতপত্রও চেয়েছেন পরিচালকের কাছ থেকে।
শুধু এখানেই থেমে থাকেননি দাপুটে এই অভিনেত্রী। সিনেমার নাম বদল করে সংবাদমাধ্যমে ক্ষমা চাইতেও বলা হয়েছে রাম গোপাল ভার্মাকে।