স্টিভেন স্পিলবার্গের মতো নির্মাতার সিনেমায় অভিনয়ের সুযোগ কোনো অভিনেতাই হয়ত হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু সেটাই করে এখন আলোচনায় ভারতীয় অভিনেতা ইরফান খান। একটি বিবৃতিতে নিজের অপারগতার কথা জানিয়ে ইরফান বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমার কাছে চরিত্রটি নিজের মতো করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উপকরণ ছিল না বলেই মনে হয়েছে। এজন্যই আমাকে না বলতে হয়েছে।’
ইরফান আরো বললেন, ‘এখন প্রতিটি চরিত্রই ভেবে চিন্তে বাছাই করেন তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে আমার দর্শককে চমকে দিতে আমি আমার প্রত্যেকটা চরিত্র দিয়েই আমার সেরাটা দেয়ার চেষ্টা করি।’