ঢাকা: অভিনেত্রী শারমিন জোহা শশী; নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র সব মাধ্যমেই যার পদচারণা ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে। সম্প্রতি সৈয়দ জিয়া উদ্দিনের রচনায় এবং মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় ‘নীল আর্মস্ট্রং এর নীল চাঁদ’ নামের এক নাটকে অভিনয় করেছেন তিনি। এতে শশীর বিপরীতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে।
সমসাময়িক ব্যস্ততাসহ নানা বিষয় নিয়ে বুধবার বাংলামেইলের সঙ্গে কথা বলেছেন তিনি।
মিডিয়ায় যাত্রা
‘দশম শ্রেণীতে পড়ার সময় ২০০৩ সালে ‘লাক্স আনন্দধারা মিস ফটোজনিক বাংলাদেশ’ প্রতিযোগীতার আয়োজন করা হয়। তখন অনেকটা শখের বসেই সেখানে ছবি জমা দিয়েছিলাম। সে সময় রাজশাহী বিভাগ থেকে আমি প্রথম হয়েছিলাম। সেখান থেকেই মিডিয়াতে আমার যাত্রা শুরু।’
বর্তমান ব্যস্ততা
‘হল্লাবাজি, চতুরঙ্গ, নোনা জল, অরক্ষিত সীমানসহ বেশ কয়েকটি র্দীঘ ধারাবাহিকে কাজ করছি। এর মধ্যে ‘নোনা জল’ নাটকটির শ্যুটিং ইতিমধ্যেই শেষ করেছি। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেন সাইদুজ্জামান মিঠু এবং জামিল। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। ২৬ পর্বের এই নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে। অন্যদিকে ‘ক্রেজি লাভ’ শিরোনামের একটি টেলিফিল্মের কাজও শেষ করেছি।’
চলচ্চিত্র
‘আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’, যেখানে টুনি চরিত্রে অভিনয় করি। এরপরই নাটকে ব্যস্ত হয়ে পড়ি। মাঝখানে শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত ‘সুয়াচান পাখি’ ছবির কাজ শুরু করেছিলাম। ছবিটিতে আমার অংশের প্রায় ৬০-৭০ ভাগ শ্যুটিং শেষও করেছি। কিন্তু অজানা কারণে পরিচালক ছবিটির কাজ মাঝপথে বন্ধ করে দিয়েছেন। তাই ছবির ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। অন্যদিকে বেশ কিছু বাণিজ্যিক ছবিতে কাজ করার ডাকও পেয়েছি। কিন্তু পছন্দ মতো গল্প ও স্ক্রিপ্ট না পাওয়ায় সেগুলো ফিরিয়ে দিয়েছি। আশা করছি খুব শিগগিরই আমার পছন্দ মতো বাণিজ্যিক ছবিতে কাজ করার সুযোগ পাব।’
বিয়ে নিয়ে ক্লিয়ারকাট
‘যোগ্য পাত্র পেলে বিয়ে করার জন্যে আমি প্রস্তত। এটা যদি আজ হয় তবে আজ, আগামীকাল হলে আগামীকালই। কারণ বিয়ে তো একদিন করতেই হবে। তাই আগে ভাগেই কাজটি সেরে ফেলতে চাই। এ জন্যে গত বছরই বিয়ের ঘোষণা দিয়ে রেখেছিলাম। ইতিমধ্যেই আমার বাবা মা’র সঙ্গে কথা হয়েছে। তাদের পছন্দ করা যোগ্য পাত্রকেই আমি বিয়ে করতে চাই।’
ভবিষ্যৎ পরিকল্পনা
আপাতত পড়ালেখা শেষ করতে চাই। আমার এলএলবি শেষ হলেই ভবিষ্যৎ নিয়ে ভাববো। তবে মিডিয়াতেই নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। সেক্ষেত্রে নাটক টেলিফিল্মের চেয়ে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রেই কাজ করার সম্ভাবনা বেশি।