হাত বাড়ালেই সানি লিয়ন ৷ কোলের উপর সানির জাদু ৷ আর আপনি যখন এই সব অনুভব করে ঘেমে নেয়ে অস্থির ৷ ঠিক তখনই চশমা গেল খুলে ! আর চশমা খুললেই সানি দূরে, পরলেই ফের কাছে ৷ একেবারে যেন হাতের ভিতর যৌনতার খাজানা !
গপ্পোটা হল, যৌনতা লুটিয়ে দিতে এবার সানি আসতে চলেছেন থ্রিডিতে ! আরও কাছে, সানিকে হাতের কাছে আনার এখন এটাই ফন্দি ৷ থ্রিডি চশমা ৷ আর এই ফন্দি এঁটেছেন পরিচালক দেবাঙ্গ ঢোঁলাকিয়া ৷
তাঁর নতুন অ্যাকশন ছবি ‘টিনা অ্যান্ড লোলো’ হতে চলেছে থ্রিডি ৷ সানি জানিয়েছেন, ‘এমনিতেই আমি বেশ পপুলার পুরুষ মহলে ৷ থ্রিডির সাহায্যে যৌনতার উসকানিটা একেবারে গিয়ে পরবে পুরুষের অন্দরে ৷’ পরিচালকের মতে, সানির ইমেজকে হাতের নাগালে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ৷ এই ছবিতে সানি শুধু যৌনতাতেই অংশ নেবেন না ৷ মেতে উঠবেন পুরুষের সঙ্গে বিছানা যুদ্ধে ৷ কি আপনারা রেডি তো ?