ঢাকা: হাসপাতালে চিত্রনায়ক ও অভিনেতা রিয়াজের স্ত্রী তিনা। ঢাকার স্কয়ার হাসপাতালে রক্তচাপজনিত সমস্যার কারনে ভর্তি আছেন তিনি। অপারেশনের প্রয়োজনে লাগবে রক্ত। রক্তের গ্রুপ এবি নেগেটিভ।
রক্তের জন্য আবেদন করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন রিয়াজ নিজে এবং তার শুভানুধ্যায়ীরা। রিয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলামেইলকে তিনি বলেন, ‘আজ এবং কাল রক্ত লাগবে। যেহেতু এই গ্রুপের রক্ত পাওয়া কঠিন, তাই শঙ্কায় আছি। ডাক্তার বলেছেন স্ট্যান্ডবাই ডোনার থাকতে হবে। অর্থাৎ প্রয়োজন হলেই যেন রক্ত দিতে পারেন সে ব্যক্তি।’
বাংলামেইলে প্রকাশিত এই সংবাদের ভিত্তিতে যদি কোন ব্যক্তি রক্ত দিতে আগ্রহী হন, যোগাযোগ করুণ https://www.facebook.com/riazah?fref=ts লিংকে।