ঢাকা: নিজের লেজ কাটা বলে অন্যের লেজ ধরে টানাটানি করার স্বভাব পর্নো তারকা সানি লিওনের। আর সে স্বভাবের কারণেই এবার রণবীর সিংকে নিজের দলে টানার চেষ্টা চালাচ্ছেন তিনি।
রণবীর করলে হিরোগিরি, সানি করলে পর্নো! ঠিক এই সুরেই আজকাল কথা বলছেন সানি লিয়ন। যেদিন থেকে রণবীর সিংয়ের কনডমের বিজ্ঞাপন দেখেছেন, সেদিন থেকেই তিনি এ সুর ধরেছেন। এমনকি সোজসাপটা টুইটও করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমাকে সবাই পর্নো গার্ল বলছে বলিউডে। এদিকে খোদ রণবীর সিংই আমার পথ অনুসরণ করে কনডমের বিজ্ঞাপন করলো। রণবীর তো নাম করা হিরো। পুরুষ বলেই কি তার বেলায় সব ছাড়!’
‘বিগবস’-এ এন্ট্রি নিয়েই সুদূর মার্কিন থেকে ভারতে আসা সানি লিয়নের। তারপর পূজা ভাটের হাত ধরে ‘জিসম’ ছবিতে বলিউডে পা। এরপর একতা কাপুরের ‘রাগিনি এমএমএস টু’। সব ছবিতেই সানির শরীরকেই পুঁজি হিসেবে নিয়েছেন পরিচালক-প্রযোজক। এমনকি নতুন ছবিতেও সানির একই রূপ।