সায়মন তারিক পরিচালিত গুন্ডামী সিনেমার ‘রাত যত গভীর হবে তত জমবে রে জমবে আসর’ শিরোনামের এ গানটির সঙ্গে নেচেছেন সাদিয়া আফরিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন সানজিদা রুমা, গানের কথা সুদীপ কুমার দীপ। গানটির সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। এ আইটেম গানটির নৃত্য পরিচালনা করছেন হাবিব।
গুন্ডামী চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরিয়াজ ও বিপাশা কবির। সাদিয়া এ সিনেমায় বোনের চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়াও আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, আলেকজান্ডার বো, রিমুসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন মুহাম্মদ আলী।