রাসমেলায় গাইতে এসেছিলেন তিনি। কিন্তু গাইতে এসেই নিগৃহীত হলেন বিশিষ্ট গায়িকা আকৃতি কক্কর। বৃহস্পতিবার রাতে কোচবিহারের এমজেএন স্টেডিয়ামের মাঠে গানের অনুষ্ঠান ছিল। অভিযোগ, অনুষ্ঠান শেষে ব্যাক স্টেজে উঠে মদ্যপ অবস্থায় আকৃতি ও তাঁর সঙ্গীদের সঙ্গে অশোভন আচরণ করে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের ছেলের এক অনুচর।
গোটা ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তাঁর ফেসবুক পেজে পোস্টও করেছেন আকৃতি। অনুষ্ঠানের উদ্যোক্তা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রেবা কুণ্ডু। তাঁর ছেলে শুভজিত কুণ্ডুর দিকেও অভিযোগের আঙুল উঠেছে। শুভজিত কোচবিহার পুরসভারই ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।