বক্স অফিসে ধুম মাচাতে সালমান খানের আপকামিং ফিল্ম ‘কিক’ আসতে চলেছে থিয়েটারে। এটি একেবারেই একটি রোমাঞ্চকর থ্রিলার। ফিল্মের পোস্টার ইতিমধ্যেই রিলিজ হয়েছে। ছবির ফার্স্ট লুক রিলিজ হতে চলেছে ১৫ জুন। পোস্টার দেখে মনে হচ্ছে ছবিকে আরও রোমাঞ্চকর করে তুলতে গোটা টিম ও পরিচালক প্রচুর কাঠখড় পুড়িয়েছেন।
‘কিক’ ছবির পরিচালক সাজিদ নাদিয়াওয়ালা। ছবিতে সলমানের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে জ্যাকলিনকে। এছাড়াও রণদীপ হুডা ও নাওয়াজুদ্দীন সিদ্দীকি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে।