খেলার শুরুতেই রুবেলের হাতে উইকেট। আনন্দে নাচছে বাংলাদেশ। কিন্তু নাখোশ রুবেলের প্রাক্তন প্রেমিকা হ্যাপি। যদিও নামের শেষে তিনি রুবেলের নাম জড়িয়ে এখন হ্যাপি নাজনীন রুবেল। খেলার শুরুতেই হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘হাত জোড় করে সবাইকে বলছি, বাংলাদেশ হারুক বা জিতুক অথবা স্পেশালি রুবেল উইকেট পেলো কি পেলো না খারাপ ভালো যাই হোক, আমাকে কেউ ফেসবুকে বা মোবাইলে জানাবেন না।’
এদিকে আফগানদের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ী হয়েছেন। এ ম্যাচে রুবেল হোসেন ৬ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছেন।