তাদের মধ্যে আর কোন সম্পর্ক নেই বলেই সবার জানা আছে। অথচ, সাম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মডেল ও অভিনয় শিল্পী নাজনীন আক্তার হ্যাপির পোস্ট দেখলে মনে হতে পারে পেসার রুবেল হোসেনের সাথে তিনি সংসার করছেন।
সম্প্রতি ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন – ‘ম্যারিড উইথ রুবেল হোসেন’! মানে রুবেল হোসেনের সাথে বিয়ে করে ফেলেছেন হ্যাপি। আর সেই তারিখটা দেয়া ২০১৪ সালের আট এপ্রিল।
হ্যা আমার একটা কল্পনার রাজ্য আছে যেখানে আমার বিয়ে হয়েছে রুবেলের সাথে ,সংসার ও করি। তবে যেই রুবেলের সাথে আমি কল্পনাতেই বসবাস করি সে এক বছর আগের রুবেল। এখনকার রুবেল না। কল্পনার মধ্যে রুবেল ঠিক আগের মত আমাকে ভালবাসে,ঠিক আগের মতই হারানোর ভয়ে থাকে। আমি কোনভাবেই মানি না রুবেল আমার জীবনে নেই। আমার সাথে রুবেল হয়তো অভিনয় করেছে, আমি তো করিনি।