এককালে রূপালি পর্দার জনপ্রিয় নায়িকা ছিলেন। মিষ্টি চেহারা আর আকর্ষণীয় গড়নের জন্য অল্প সময়েই সকলের মন কেড়েছিলেন। অভিনয় করেছেন জ্যাকি স্রফ থেকে শুরু করে ঋষি কাপুর সহ বহু নায়কের সাথেই। তারপর বিয়ে করে হারিয়ে যাওয়া। বহু বছর পর অবশ্য পুনম আবার ফিরেছে পর্দায়। তবে এবার ছোট পর্দায়। সনি টিভিতে করছেন একটি দারুণ সিরিয়াল।
মিডিয়াও তাঁর উপস্থিতি আজকাল বেড়েছে আর সেখানেই ঘটলো বিপত্তি। গত রবিবার মুম্বইয়ে অনুষ্ঠিত এক ফ্যাশন শোতে র্যাম্পের মধ্যে পড়ে গেলেন অভিনেত্রী পুনম ধিলন। ঘটনাটি ঘটে বিক্রম ফদনিসের ফ্যাশন শোতে।
বিক্রমের ডিজাইন করা লাল শাড়িতে ফ্যাশন র্যাম্পে দেখা গিয়েছিল পুনমকে। প্রথম শুরুটা ভাল মত করলেও, হঠাৎই শাড়িতে পা আটকে র্যাম্পে পড়ে গেলেন পুনম। তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে শেষ করলেন র্যাম্প ওয়াক। পুনম উৎসাহ জাগাতে সঙ্গে ছিলেন রণবীর কাপুর, অদিতি রাও হায়দরি ও গহর খান।