শিল্পী শরিফের কণ্ঠে শুক্রবার মুক্তি পেয়েছে কালজয়ী গান ‘তুমি কি দেখেছো কভু’ এর রিমিক্স। মিউজিক ভিডিওসহ গানটির মিউজিকে ছিলেন ব্রিটেনের গ্যারেথ রেডফার্ন, আর ক্যামেরায় ছিলেন আসিফ ইসলাম। গানটির মিডিয়া পার্টনার প্রজন্ম টিভি।
১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘এতটুকু আশা’র একটি গান ‘তুমি কি দেখেছো কভু’। গানটি অনেকের কাছেই জনপ্রিয়। নতুন প্রজন্মের কাছে কালজয়ী ওই বাংলা গানটি জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়েই মিউজিক ভিডিওসহ গানটি রিমিক্স করা হয়। গানটির রেকর্ডিং হয় লন্ডনে।
বাংলাদেশে আইন বিষয়ে পড়াশোনা শেষে উচ্চ শিক্ষার্থে লন্ডনে আসেন শরিফ। ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে এমবিএ করেছেন তিনি। নিয়মিত গানের পাশাপাশি পূর্ব লন্ডনের ডকল্যান্ড থিয়েটারের সাথে অভিনয়শিল্পী হিসেবে কাজ করছেন শরীফ।