[ads2]ঢাকা: এক সিনেমায় চার নায়িকা! গুনে গুনে তিশা, পড়শী, আঁচল ও মৌসুমী হামিদকে পাওয়া গেলো ‘মেন্টাল’ চলচ্চিত্রের টিজারে। পাওয়া গেলো আগ্রাসী এক শাকিব সঙ্গে রোমান্সেও তুখোড় এক হিরোকে। তিশার গ্ল্যামার তুলে আনতেও ভুল করেননি নির্মাতা শামিম আহমেদ রনি। প্রযোজক পারভেজ চৌধুরী জানালেন, অন্য কিছু মুক্তি পাক আর না পাক আসছে ঈদেই মেন্টাল মুক্তি পাবে। নাম বদলে এখন চলচ্চিত্রটির নাম ‘রানা পাগলা দি মেন্টাল’।
বৃহস্পতিবার মুক্তি পেলো চলচ্চিত্রটির এক মিনিট ৫৯ সেকেন্ডের ট্রেলার। ঈদের ছবির দৌড়ে শিকারী, সম্রাট, বাদশার পাশাপাশি চলচ্চিত্রটি কতোটা হল দখলে নিতে পারছে তাই এখন দেখার বিষয়।[ads1]