১৩ মে এফডিসির ১ নম্বর শুটিং ফ্লোরে কাজ শুরু করেছেন পরিচালক ফিরোজ খান প্রিন্স। ছবিটির নাম ‘শোধ প্রতিশোধ’। এই ছবিতে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়ক রিপন খানের। তাঁর সঙ্গে অভিনয় করছেন নায়িকা সাদিয়া আফরিন।
সাদিয়া আফরিন বলেন, ‘আমি ছোটবেলায় নাচ করতাম, তখন থেকেই অভিনয় করছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম আর মনে হতো, কবে থেকে অভিনয় করতে পারব। সব সময় টিভির সামনে বসে থাকতাম। হাঁটি হাঁটি পা পা করে এখন আমার নয়টি ছবির কাজ চলছে। আর এখন অনেক নতুন নায়িকা এসেছেন, তাঁরা সবাই শিক্ষিত। আমার ধারণা, সবাই ভালো করছেন।
একসময় আবারো আমরা ঘুরে দাঁড়াব। নতুন ধরনের চরিত্র করতে আমার খুব ভালো লাগে। কারণ, এটা যেহেতু অভিনয়, তাই প্রতিটি কাজে নতুন করে নিজেকে উপস্থাপন করাটাই মজার। এ ছবির গল্পটা দারুণ। আশা করি, সবার ভালো লাগবে।’
নিজেকে চলচ্চিত্রের কোন জায়গায় দেখতে চান—এমন প্রশ্নের জবাবে সাদিয়া বলেন, ‘ছোটবেলায় শাবানা, ববিতা, কবরী ম্যাডামের অভিনয় দেখেছি। তাঁদের আমার নায়িকা মনে হতো না। তাঁদের ছবি দেখলেই মনে হতো তাঁরা অভিনেত্রী। আমি নিজেকে অভিনেত্রী হিসেবে দাঁড় করাতে চাই।’
নবাগত নায়ক রিপন খান বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটা অনেক মজার। প্রথম ছবিতেই আমার সঙ্গে নায়িকা থাকছে দুজন। গল্পে দেখা যাবে, আমি গ্রামের ছেলে, একটা মেয়ের সঙ্গে আমার প্রেম। কিন্তু নায়িকার পরিবার কিছুতেই মেনে নিচ্ছে না।
একসময় তাঁকে জোর করে বিয়ে দিতে চায়। আমরা দুজন পালিয়ে ঢাকায় চলে আসি। কোথায় থাকব, কিছুই বুঝতে পারছি না। অনেক ঘোরাঘুরির পর অবশেষে একটা চাকরি পেয়ে আমরা সুখে সংসার করতে লাগলাম। কিন্তু এই সুখ আমাদের স্থায়ী হলো না। কারণ, আমি যে অফিসে চাকরি করি, সেটার মালিক এক ম্যাডাম, যিনি কি না আমাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায়। এই হচ্ছে কাহিনী। প্রথম ছবিতে আমি দুই নায়িকা পেয়ে দারুণ খুশি।’
সামাজিক অ্যাকশনধর্মী এই ছবিতে আরো অভিনয় করছেন নায়ক মারুফ, মৌসুমি হামিদ, মৌমিতা মৌ, সাদিয়া আফরিন, কাবিলা, ইলিয়াস কোবরা, হারুন কিসিঞ্জার, জীবন খান, মর্জিনা ও মিজু আহম্মেদ।
পরিচালক ফিরোজ খান প্রিন্সের এটি চতুর্থ ছবি। এর আগে ‘প্রেমিকা ছিনতাই’, ‘খুনি বউ’ ও ‘বউয়ের জ্বালা’—এ তিনটি ছবি তিনি নির্মাণ করেন। আগের ছবিগুলো ব্যবসাসফল হয়েছে দাবি করে পরিচালক আশা প্রকাশ করেন, এই ছবিও সাফল্য বয়ে আনবে।