ঢাকা : শাহরুখ খানের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সানি লিওন। বলিউড জার্নিতে বলিউড বাদশার সঙ্গে স্ক্রিন শেয়ার করা তার কাছে যে স্বপ্নের মতো। আর সেই কাজটাই করতে গিয়ে বোকার মতো আচরণ করেছিলেন সানি লিওন! কেঁদে ফেলেন শাহরুখ খানকে দেখে।
শাহরুখের আসন্ন ছবি ‘রইস’ ছবির একটি আইটেম গানে দেখা যাবে সানিকে। সে প্রসঙ্গে সানি বলেছেন, ‘প্রত্যেকদিন যে স্বপ্নটা দেখতাম, শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে সেটাই পূরণ হলো। এতোটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে মেকআপ করতে করতে চোখে পানি এসে গিয়েছিল।’
শুটিং শেষ হয়ে গেলেও এখনও শাহরুখ খানের ঘোরে রয়েছেন সানি। প্রায় সব সময়ই সেই অভিজ্ঞতার কথা মনে পড়ছে তার। এই প্রথম কোনো অভিনেতার জন্য আবেগে কেঁদে ফেলেছিলেন তিনি।
নিজের অভিজ্ঞতা নিয়ে সানি আরো বলেন, ‘শাহরুখ ভীষণ ভালো মানুষ এবং প্রফেশনাল। আমি এতোটাই বোকা যে, ওনার সামনে গিয়ে অভিনয় করতে লজ্জা পাচ্ছিলাম।’
সানি লিওনকে নিয়ে ভারতীয় শীর্ষস্থানীয় অভিনেতাদের নাক উঁচু ভাব চরমে, ঠিক তখনই বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা শাহরুখ খানের সঙ্গে নাচার যুগান্তকারী সুযোগ মিলে যায় অভিনেত্রী সানি লিওনের কপালে। আশির দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় গান ‘লায়লা ও লায়লা’ নামের গানটিতে ফের নতুন করে শাহরুখের সঙ্গে দেখা মিলবে সানি লিওনের।
‘কুরবানি’ নামের ওই ছবিতে ‘লায়লা ও লায়লা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেসময়। আর ওই ছবিতে ছিলেন কিংবদন্তি অভিনেতা ফিরোজ খান ও আবেদনময়ী অভিনেত্রী জিনাত আমান।