শাহরুখ-কাজলকে টেক্কা দিতে নয়া জুটি !

0

news_picture_28244_abram-aradhya‘বাজিগর’ ছবি থেকে যে জুটির যাত্রা শুরু হয়েছিল, আজ ‘দিলওয়ালে’র দোরগোড়ায় পৌঁছে সেই জুটিকে টেক্কা দেবে কে? উত্তর, আব্রাম আর আরাধ্যা৷ কারা এরা? একজন শাহরুখের ছেলে৷ অন্যজন ঐশ্বর্য ও অভিষেকের মেয়ে৷ আর এদের জুড়ির কথা জানিয়ে দিলেন খোদ বলি বাদশা৷

সম্প্রতি শাহরুখের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁদের জুটিকে পরাস্ত করতে পারে এমন জুটি কি আছে? সে প্রশ্নের উত্তরেই হাসিমুখে এই নতুন জুটির কথা জানান শাহরুখ৷ বলেন, এঁরা জুটি বাঁধলে হয়তো তাঁদের জুটি হার মানবে৷ সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলও৷ কাজল শাহরুখকে থামিয়ে দিয়ে বলেন, তা কি করে হবে, আব্রাম তো আরাধ্যার থেকে ছোট৷ স্বভাবসিদ্ধ রসিকতায় শাহরুখ তখন কাজলকেই জিজ্ঞেস করে বসেন, তিনি নিজে যদি কাজলের থেকে ছোট হতেন, তাহলে কি কাজলের রোমান্স করতে কোনও সমস্যা হত?

ভবিষ্যতে এরা সিনে দুনিয়ায় আসবে কি না, তা জানা সম্ভব নয়৷ তবে যদি এরা আসে, তবে বলতে হবে, শাহরুখই এ জুটিকে তৈরি করেছেন৷ এমনিতেও ছেলে আব্রামই যে তার থেকে ‘কিং অফ রোমান্স’ তকমা নেবে, এমনটাও ভাবেন কিং খান৷ সেইসঙ্গে বন্ধু তনয়ার সঙ্গে ছেলের জুড়িটাও তৈরি করে দিলেন৷ তা এরকম একটা জুড়ি বলিপাড়া যদি পায়, তবে মন্দ কী!

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More