বলিউডের দুই খান একসঙ্গে বড় পর্দায় এসেছেন বহু দিন আগে। ভারতীয় রিয়ালিটি শো ‘বিগ বস’- এর বদৌলতে আবারও একসঙ্গে শুটিং করার সুযোগ হল তাদের। আর শাহরুখ বলছেন, সময়টা দারুণ কাটিয়েছেন তিনি।
শাহরুখ বলেন, “সালমানের সঙ্গে সময় কাটানো সব সময়ই আনন্দের। একসঙ্গে আমরা অনেক সময় কাটিয়েছি, কিন্তু শুটিং করলাম অনেকদিন পর। শুটিং সেটে আমরা ৩-৪ ঘণ্টা একসঙ্গে ছিলাম, ভালো লেগেছে।” শাহরুখ আরো জানালেন, শুটিং করার চাইতে গল্পই করেছেন বেশি। “এক-দেড় ঘণ্টার বেশি আমরা শুটিং করিনি, বাকি সময়টা গল্প করেই কেটেছে।”
প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করা এই দুই বলিউড তারকার অম্ল-মধুর সম্পর্কের ইতিহাস বেশ পুরোনো। পর্দার পেছনে সালমান আর শাহরুখের অম্ল-মধুর সম্পর্কের কথা প্রায় সবারই জানা। দীর্ঘ ৭ বছর একে অপরের মুখ না দেখলেনও, এখন আবার বন্ধুত্ব জো্ড়া লেগেছে তাদের। এ বছর মুক্তি পাওয়া সালমানের দুই সুপারহিট সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ আর ‘প্রেম রাতান ধান পায়ো’ মুক্তির আগে শাহরুখ শুভকামনা জানিয়েছেন সালমানকে।
সালমানের টিভি শো ‘বিগ বস নউ’-এর একটি বিশেষ পর্বেও দেখা যাবে শাহরুখকে। ‘দিলওয়ালে’র প্রচারের জন্যই মূলত এক মঞ্চে দেখা যাবে ‘কারান-অর্জুন’ সিনেমার এই দুই সহশিল্পীকে। ‘সালমানের সঙ্গে থাকতে ভালো লাগে’