বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী প্রতিযোগিতা মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়ে চলচ্চিত্রে নিয়মিত হয়ে উঠেছেন সাদিয়া আফরিন। ছোট পর্দায় নাটক-টেলিফিল্মস ও উপস্থাপনা করে বেশ সুনাম কুড়িয়েছেন সাদিয়া।
এছাড়া এতদিন বেশ কয়েকটি ছবিতে তাকে আইটেম কন্যা হিসেবে দেখা গেছে। সেইসাথে বেশ কিছু ছবিতে দক্ষতার সাথে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করে সামনের দিকে এগিয়ে চলেছেন মিষ্টি কণ্যা সাদিয়া।
ফিরোজ খান প্রিন্স পরিচালিত শোধ-প্রতিশোধ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সাদিয়া। ছবিটি সম্পর্কে সাদিয়া বলেন, ছবিতে আমার চরিত্রটি একটু ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। আমি ছবিটি নিয়ে পজেটিব কিছু আশা করি। ‘ছবির গল্পটা আমার অসাধারণ লেগেছে। ভিন্ন ধরনের একটি গল্প। আমার চরিত্রটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না।
ফিরোজ পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করবেন চিত্র নায়িকা সাদিয় আফিরন, নায়ক কাজী মারুফ, মৌমিতা মৌ,অভিনেতা কাবিলা, ইলিয়াস কােবরা, জীবন খান, হারুন কিসিঞ্জার, গুলজার খান, নবীন ফরিদ, মিজু আহম্মেদ ।