বারবারই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন একটি ইস্যুতে।
নিউইয়র্কের একটি শিশু সেন্টারে কমিউনিটি সার্ভিসের প্রথম দিনে তাকে দেখা যায় যে, তিনি পবিত্র কোরআন বহন করছেন। এরপরই খবর ছড়িয়ে পড়ে- ক্যাথলিক ধর্মাবলম্বী লোহান ইসলাম গ্রহণ করেছেন। তবে এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না।
অবশেষে মুখ খুললেন লোহান।
ব্রিটিশ দৈনিক দ্য সানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যা, আমি পবিত্র কোরআন অধ্যয়ন করছি’। ‘আমি অত্যন্ত ধার্মিক লোক এবং সত্যিই আমি শেখার জন্য উদারমনা,’ বলছিলেন লোহান।
‘আমার হাতে কোরআনকে ভিন্নভাবে নিচ্ছে আমেরিকা এবং জানতে চাচ্ছে যে সত্যি ঘটনাটা কী। আমরা সবাই একটি জিনিসে বিশ্বাস করি এবং শেষমেষ আমরা ঈশ্বর বা আধাত্মিক বাণীর সাথে সম্পৃক্ত।’
২৯ বছর বয়সী লোহান শুধু একা নন, তার ছোট বোন আলিও বৌদ্ধধর্ম গ্রহণ করেছেন।
‘আমার বোন বৌদ্ধ হলেও আমার কাছ থেকে অন্যান্য জিনিস শিখছে। মুক্তমনা হওয়া ভালো,’ বলছিলেন লোহান।
লোহান শুধু একা নন, এর আগে আরো বেশ কয়েকজন সেলিব্রেটি ইসলাম গ্রহণ করেছেন।
এদের মধ্যে আছেন, জেনেট জ্যাকসন, ক্যাট ইস্টেভেনস (ইউসুফ ইসলাম), জেমিমা খান এবং ক্যাসিয়াস ক্লে।
লোহান জানান, তিনি পবিত্র কোরআন পুরোপুরি অধ্যয়ন করতে চান।
‘আমি এখনো শেষ করতে পারিনি। জানেন তো এটা শেষ করা কয়েকদিনের কাজ নয়। এতে অনেক দিন লেগে যায়।’
২০১০ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য ১৪ দিন কারাভোগ করা মার্কিন এই সেলিব্রেটি বলছেন, ধর্মের মাধ্যমে আধাত্মিক জগতের ছোঁয়া খুঁজছেন তিনি।