প্রায় দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। দেশে একটানা শুটিং করতে করতে একটু হাঁপিয়েই উঠেছিলেন তিনি। তাই কিছুটা প্রশান্তির খোঁজে সকল ব্যস্ততাকে বিদায় জানিয়ে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে।
গত বছরের ২০ ডিসেম্বর রাত ৮টায় সপরিবারে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেন অপূর্ব। সেখানে একান্তে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেছেন। কাটিয়েছেন কিছু অসাধারণ সময়। দীর্ঘ একটা সময় পরিবারকে সময় দেয়ার পর শুক্রবার সকালে নিজ দেশে ফিরেছেন এই অভিনেতা।
দেশে ফিরে নিজের ফেসবুক ওয়ালে একটি ছবিও পোস্ট করেছেন অপূর্ব। এবং ক্যাপশনে তিনি লিখেছেন ‘সবাইকে পহেলা ফাগুনের শুভেচ্ছা’।
প্রায় দুই মাস বিদেশ বিঁভূইয়ে কাটানোর পর এখন দেশে ফিরে আবারও নিয়মিত হচ্ছেন চিরচেনা সেই শুটিং ব্যস্ততায়।
Prev Post