মডেল অভিনেত্রী মুনতাহিনা বনি টয়া অনন্ত জলিলের সঙ্গে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন করে আলোচনায় এসেছিলেন। পহেলা বৈশাখে যৌন হয়রানি নিয়ে তিনি সম্প্রতি তার ফেইসবুকে একটি ভিডিও আপলোড করেছেন।
যেখানে তিনি যৌন হয়রানি থেকে বাঁচতে কিছু আপত্তিকর তত্ত্ব দিয়েছেন। টয়া নিজের মুখেই ভিডিওতে বলেছেন, আমি এখন থেকে সবসময় সাথে কনডম রাখবো…এছাড়া তিনি আরও বাজে মন্তব্য করেছেন যেটা নিজের চোখে দেখলে এবং নিজের কানে শুনলে হয়তো আপনি নিজেরই লজ্জায় নিজের জ্বিব কামড়ে ধরতে বাধ্য হবেন।
এ নিয়ে ফেইসবুক জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন প্রতিবাদের ভাষা অনেক আছে, তাই বলে নিজেকে এভাবে কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করে প্রতিবাদ মেনে নেয়া যায় না।
আবার কেউ বলেছেন নিজেকে মিডিয়ায় ফোকাস করতেই এমন বিতর্কিত ভিডিও পোস্ট করেছেন তিনি। তার ওই ভিডিও যৌন হয়রানিকে আরো উস্কে দিতে পারে বলেও মন্তব্য কেরেছেন অনেকেই। আবার অনেকেই তার ওই তত্ত্বকে স্বাগতও জানিয়েছেন।
উল্লেখ্য,২০১১ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা পাঁচে ছিলেন টয়া