সময়টা বেশ ব্যাস্ততার সাথে কাটছে আচলের। গেল সপ্তাহতেই কাজ শুরু করেছেন নিজের নতুন ছবি ‘কিস্তিমাত’ এর কাজ। যে ছবিতে তার সঙ্গে রয়েছেন নায়ক আরেফিন শুভ। ইতিমধ্যে শেষ করেছেন শাকিব খানের সঙ্গে ‘ফাঁদ (দ্য ট্রাপ)’ ও ইমনের সঙ্গে ‘স্বপ্ন যে তুই’ ছবির শুটিং। সব মিলিয়ে এ সময়ে দারুণ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন আচল। আর এই ব্যস্ততার মাঝে আচল শুরু করলেন আরো একটি নতুন ছবির কাজ। আর সে নতুন ছবিটি হলো মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বোঝে না সে বোঝে না।’ ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর। নিজের নতুন এই ছবি প্রসঙ্গে আচল বললেন,’মনতাজুর রহমান আকবর এর মতো পরিচালকের ছবিতে সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস এ সুযোগ আমি কাজে লাগাতে পারবো।’