[ads2]
[ads1]সাদিয়া আফরিন বর্তমান সময়ের উঠতি নাইকাদের মধ্যে ট্যালেন্টেড একজন অভিনেত্রী। সকল নাইকার অভিনয়ের গ্যাপ আছে কিন্তু এই ক্ষেত্রে সাদিয়ার গ্যাপ নেই বললেই চলে। ভালো একজন অভিনেত্রী হওয়া তার স্বপ্ন। সোশ্যাল মিডিয়ায় খুব একটিভ সাদিয়া। এবং এটাই তার ভোগান্তির কারন।
বিভিন্ন ভাবে বিদেশী ও দেশি কিছু ব্যাক্তি তাকে ফেসবুকে উত্যক্ত করে। উত্যক্তর সাথে সাথে তারা সাদিয়াকে খারাপ প্রস্তাব দেয়। যে কারনে সে তার অফিসিয়াল পেইজ পর্যন্ত চালাতে পারছে না।
তার সঙ্গে কথা বলে জানা যায় সে অসম্ভব ভাবে বিরক্ত সোশ্যাল মিডিয়ায় একটিভ থেকে। তার ওয়েবসাইট ও অফিসিয়াল পেইজ টি একদম অকেজো হয়ে আছে। সকলের কাছে সাদিয়ার অনুরোধ কেউ জেনো সোশ্যাল মিডিয়ায় কোন ব্যাক্তিকে এভাবে উত্যক্ত না করে।[ads2]