[ads1]বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নববর্ষ উৎসবের (১৪২৩ বঙ্গাব্দ) একাংশ মাতিয়ে রেখেছিলেন বর্তমানে উঠতি নাইকা ও টেলিভিশন উপস্থাপিকা সাদিয়া আফরিন। তার পারফর্মেন্সে নায়ক ওমর সানিও তাকে স্বাগত জানিয়ে কিছু কথা বলেন এবং আরও বলেন আগামী দিনগুলো সে চলচিত্রের সাথেই কাটিয়ে দিবেন। ওমর সানির ছেলে মেয়ে অ্যামেরিকায় নাগরিকত্ব পেলেও তাদের কাছ থেকে তেমন কিছুই চান না তিনি। তিনি চান আগামী দিনগুলো বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতিকে দিতে।[ads2]
[ads1]