সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’। ইতিমধ্যে সুপারহিটের তকমা গায়েও চড়িয়েছেন অ্যাকশনধর্মী সিনেমাটি। কিন্তু তার ব্যবসায় ও জনপ্রিয়তায় হুমকি হয়ে দেখা দিয়েছে সানি লিওনের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাস্তিজাদে’।
জানা গেছে, মিলাপ জাবেরির পরিচালনায় নির্মিত ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের বহুল আলোচিত আর প্রতীক্ষিত সিনেমা ‘মাস্তিজাদে’ মুক্তির প্রথম দিনেই প্রত্যাশার তুলনায় বাণিজ্যও করেছে বেশ। প্রথমই দিনে সিনেমাটি তুলে নিয়েছে প্রায় সাড়ে ৫ কোটি রুপি। আর এখানেই ভয়ে আছে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’। গত সপ্তাহে বক্স অফিসে দাপট দেখালেও ‘মাস্তিজাদে’র বাণিজ্যের সঙ্গে সঙ্গেই পড়তে শুরু করেছে ‘এয়ারলিফট’র আয়। ২৯ জানুয়ারি ‘মাস্তিজাদে’র মুক্তির দিন ‘এয়ারলিফট’র আয় কমে দাঁড়ায় সাড়ে ৪ কোটির মতো।
সানির সঙ্গে এমন পরাজয়ে শঙ্কিত ‘এয়ারলিফট’-এর প্রযোজক। মুক্তির ৮ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৩৮ কোটি রুপি। আর ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিল ৪০ কোটি রুপি।
Prev Post