ভারতের কানাড়া চলচ্চিত্র লাভ ইউ আলিয়া-র গানের শুটিংয়ে অংশ নিয়েছেন সানি লিওন। ‘কামাক্ষী’ শিরোনামের গানটির জন্য সেটে আনা হয় ৪০০ ভিনটেজ কার ও বাইক। বলা হচ্ছে, দক্ষিণ ভারতের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল গান এটি। পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ এ বিষয়ে জানিয়েছেন, গাড়িগুলো তার এক বন্ধুর কাছ থেকে ধার এনেছিলেন তিনি। তার সেই বন্ধুর গাড়ির শখ। সানি লিওনও এত গাড়ি আর বাইক নিয়ে শুটিং করে বেশ উচ্ছ্বসিত। এ নির্মাতা জানান, তিনি গত তিন মাস ধরে সানি লিওনের জন্য অপেক্ষা করেছেন। এ সময় সানি লিওন গানটির জন্য প্রস্তুতি নিয়েছেন। ইন্দ্রজিৎ বলেন, ‘আমরা সানি লিওনের আচরণ, সহযোগীতা এবং কাজের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ।’ ‘কামাক্ষী’ গানে কণ্ঠ দিয়েছেন সন্তোষ ভিনাকি এবং রিচা পাল। এর কম্পোজ করেছেন জেসি। লাভ ইউ আলিয়া সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ধর্মা ভিশা।