বলিউড তারকা সানি লিওন অভিনীত রাগিনী এমএমএস-২ বিতর্কে নতুন ঝড় উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, একতা কাপুর প্রোডাকশনের ব্যানারে নির্মিত রাগিনী এমএমএস-২ সিনেমা ইতিমধ্যেই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহেই ৪৫ কোটি টাকা ঘরে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পাওয়ার আগে সানি লিওন অভিনীত এই ছবির প্রচারের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এবার এই সিনেমার একটি বিতর্কিত রগরগে দৃশ্য ইউটিউবে ফাঁস করে দেওয়া হল। সেন্সর বোর্ডের কাঁচিতে এই দৃশ্যটি সিনেমা থেকে বাদ গেছে।
এবিপি আনন্দ বলছে, এই সিনেমায় সানির অনেক সাহসী দৃশ্য রয়েছে। কিন্তু ওই দৃশ্যটি এতটাই বিতর্কিত যা সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। সিনেমায় দেখা না গেলেও ওই দৃশ্য ফাঁস হয়ে গেছে ইউটিউবে।