ঢাকায় আসছেন সানি লিওয়ন এমন খবরে ফেটে পরেছে দেশের তরুন সমাজ, সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে দেখা যায় এই আন্দোলন। তরুণরা সেলিব্রেটিদের মেনে নিতে পারে কিন্তু পতিতা মেনে নেবেনা এমন ভয়েসে প্রচারনা চালাচ্ছে ফেসবুকে। ঢাকাইয়া তরুন-তরুণীদের মাঝে উদ্দীপনা দেখা দিলেও দেশের অন্যান্য স্থান থেকে সকলের প্রতিবাদ যেন আকাশ ছোঁয়া।
ক্ষিপ্ত তরুণরা সকলের কাছে আবেদন জানান যেকোনো মতে এই নষ্টামিকে রুখে দিতে সকলে আমাদের সাথে যোগ দিন। গ্রুপ হিসেবে তারা এই লিংক দিয়ে প্রচারণা চালাচ্ছেঃ https://www.facebook.com/events/949298555093223/