
সমপ্রতি শেষ করেছেন মনের অজান্তে ছবির কাজ। অল্প কিছু কাজ বাকি আছে পরবাসিনীর প্রেম ছবির। পাশাপাশি কাজ করছেন রফিক শিকদারের ভোলা তো যায়না তারে ও জাকির খানের চার অক্ষরের ভালোবাসা ছবিতে। ছবি দুটিতে তার বিপরীতে কাজ করছেন যথাক্রমে তানহা ও পপি। ক্যারিয়ারের শুরুটা তার মডেলিং দিয়ে। এরপরে নাটকেও ছিলেন নিয়মিত। কিন্তু এখন এই দুই অঙ্গনে তার দেখা মেলাই ভার। এর কারণ কি জানতে চাওয়া হলে নিরব বলেন, ‘আসলে মডেলিংটা এখন আর সেভাবে করা হয়না। আর আমি পছন্দের প্রোডাক্ট ছাড়া কাজ করতেও আগ্রহী নই।’