রাশেদ শাওন ও অপূর্ব খন্দকার : মডেল-অভিনেত্রী সারিকার বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনাকল্পনা চলছিল। তবে নিন্দুকের মুখ বন্ধ করে, সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তিনি বিয়ে করছেন প্রেমিক মাহিম করিমকেই। পারিবারিকভাবে ১২ আগস্ট শ্বশুর বাড়িতেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর পর ১৩ আগস্ট অভিনব কায়দায় মিডিয়ার কাছে নিজের বিয়ের কথা স্বীকার করেছেন সারিকা-মাহিম করিম। রাজধানীর এক রেস্টুরেন্টে সাংবাদিকদের চায়ের দাওয়াতে ডেকে নিয়ে নিজের বিয়ের ঘোষণা দেন জনপ্রিয় এ মডেল। সেখানেই রাইজিংবিডির পাঠকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন জীবনে সুখী হওয়ার জন্য তার ভক্ত এবং দর্শকদের কাছে দোয়াও চেয়েছেন নব দম্পতি। সারিকার বিয়ের স্বীকারোক্তিমূলক এক্সক্লুসিভ ভিডিওটি রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে দেওয়া হলো।