কিছুদিন আগেই বলিউডের দাবাং খান সালমান খানের ‘কিক’ ছবির শুটিংয়ে গুরুতরভাবে আহত হন সালমানের বডি ডাবল। সালমানের হয়েই এক অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়েই আহত হয় এই স্টান্টম্যান। ঘটনায় সালমান দুঃখিত হলেও, নিজে স্টান্ট করার ঝুঁকি কিন্তু নিতে পারেননি তিনি।উল্টৌ দিকে সালমনের এক সময়কার প্রেমিকা ক্যাটরিনা কাইফ নিজেই নিজের স্ট্যান্ট করতে ব্যস্ত। ক্যাটরিনা তাঁর নতুন দুই ছবি ‘ব্যাং ব্যাং’ ও ‘ফ্যান্টম’ এ অ্যাকশন দৃশ্যগুলো নিজেই করছেন শুটিং। এমনকি পরিচালক বডি ডাবল নিতে বললে আপত্তি জানিয়েছেন ক্যাটরিনা। জানা গেছে, উঁচু পাহাড় থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য রয়েছে ‘ফ্যান্টম’ ছবিতে। অন্যদিকে ‘ব্যাং ব্যাং’ ছবিতে এক বাইকের দৃশ্যেও ক্যাট শুটিং করেছেন নিজেই। সালমানের বডি ডবলের আহত হওয়ার কথা কানে যেতেই ক্যাট নাকি বলেছেন, ‘সল্লুর থেকে দেখছি আমিই বেশি সাহসী। এক থা টাইগারের সিকোয়েল হলে আমিই এবার নায়ক হব।’
Next Post