কিছুদিন আগেও বলিউডের কাঙ্খিত ব্যাচেলরদের মধ্যে একজন ছিলেন অভিনেতা শহিদ কাপুর। অসংখ্য নারী ভক্তের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মন ভেঙ্গেছেন তিনি। বিয়ের পর এবার মন ভাঙল এ অভিনেতার! কারণ তার স্ত্রী যে সালমানের প্রেমে হাবুডুবু খেয়েছে এতদিন। তবে ভয় নেই শহিদের। এটি নিছক পছন্দের তারকা এবং ভক্তের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক থাকে সেটি। সালমানের অভিনয়ের ভীষণ ভক্ত শহিদ পত্নী মিরা। অন্যদিকে শহিদের অভিনয়ের নাকি তেমন ভক্ত নন তার স্ত্রী। সালমানের প্রতি স্ত্রীর এমন উন্মাদনাতে দু:খ পেতেই পারেন এ অভিনেতা। এ নিয়ে অবশ্য শহিদ এবং সালমানের সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ নেই। কেননা তাদের মধ্যে সুসম্পর্ক বজায় আছে অনেক আগে থেকেই। এমনকি শহিদের বিয়ের দাওয়াতের ব্যাপারে একপ্রকার নিশ্চিতই ছিলেন সল্লু ভাই। ১২ জুলাই মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে শহিদ-মিরার বিবাহ পরবর্তী সংবর্ধনা। সেই দিন এ আয়োজনে সালমানকে দেখা যাবে কিনা এটা এখনও নিশ্চিত নয়। তবে শহিদের আমন্ত্রণে যদি সালমান উপস্থিত থাকেন তাহলে পছন্দের তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন মিরা।