শ্যুটিং সেরে ফিরছিলেন। গাড়ির সামনে ক্যামেরা দেখতেই যেন চমকে উঠলেন। শুধু তাই নয়, হাত জোর করে অনুরোধ করলেন, কেউ যেন ছবি না তোলেন। কিন্তু, তাই কি হয়? সালমান খান বলে কথা। ভাইজানকে দেখতেই চটপট ঝলসে উঠলো ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু, একি ? ভাইজান এর ছবি তুলতে গিয়ে লেন্সে চলে এলো আরও এক নারীর মুখ। কিন্তু, কে তিনি, সে বিষয়টি পরিস্কার করেননি সালমান।
সম্প্রতি, সুলতানের শ্যুটিংয়ে ব্যস্ত সালমান খান। শ্যুটিং সেরে সেই পথে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা করে ফিরছিলেন সালমান। ভাইজান যে বরুণের সঙ্গে দেখা করে ফিরছেন সে খবর ছিলই। আর তাই, ক্যামেরা নিয়ে হাজির ছিলেন অনেকেই। কিন্তু, সালমানের গাড়ি সামনে আসতেই, হাত জোড় করে ছবি তুলতে নিষেধ করেন সাংবাদিকদের। কিন্তু, এসব বলতে বলতেই হঠাত করে গাড়ির পিছনের সাইট এক নারীকে দেখা যায় সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সেই ছবি। কিন্তু, কে ওই নারী, সে বিষয়ে জানা যায়নি কিছু। মুখ খোলেননি সালমান নিজেও।