সময়ের ব্যস্ততম এবং জনপ্রিয় মডেল নায়লা নাঈম এবার নাম লিখিয়েছেন নাটকের খাতায়। এর আগে মডেলিংয়ের বাইরে সিনেমার আইটেম গানেও অংশ নিয়েছেন নায়লা।
আর এবারই প্রথম কোনো নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘মাস্তি আনলিমিটেড’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্।
নাটকের গল্প সম্বন্ধে জানতে চাইলে পরিচালক বান্নাহ বলেন, ‘নাটকের গল্প এখনই বলতে চাই না। তবে মজার তো অবশ্যই। এ ছাড়া গল্পের অনেক মোড় রয়েছে।
নাটকে অভিনয়ের পাশাপাশি নায়লা নাঈমকে নাচতেও দেখা যাবে। তাঁর সঙ্গে নেচেছেন অভিনেতা সালমান মুক্তাদির। নাটকে তিনিও অভিনয় করছেন।
এ ছাড়া আরো অভিনয় করছেন শাহতাজ ও সৌমিক। নাটকটি আজ রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।