সালমন খানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনলো এক মডেল। জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের অন্যতম প্রতিযোগী ওই মডেল। এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সালমান খান।
দিল্লির সিআর পার্ক থানায় ওই মডেল ধর্ষণের অভিযোগে মামলা (এফআইআর) দায়ের করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
মডেলের অভিযোগ, শুধু সালমান খানই নয়, বিগ বসের সেটে থাকা তার সাঙ্গোপাঙ্গোরাও তাকে যৌন হয়রানি করেছে। প্রথমে সালমানের লোকজন তাকে কালো জাদু করেন। এরপর সুযোগ বুঝে সালমান তাকে ধর্ষণ করেন।
ঘটনাটা অনেক আগের, কিন্তু ঠিক সিদ্ধান্ত নিতে পারেননি বলেই মামলা করতে এতো দেরি হয়ে গেল।
অবশ্য সালমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এটাই প্রথম নয়। এর আগেও এমনি এক মডেল তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল।
এই মুহূর্তে সালমান খান তার নতুন ছবি সুলতানের শ্যুটিংয়ে ব্যস্ত। মামলার বিষয়টি সম্ভবত তিনি এখনো জানেন না।