[ads1]ভারতে ধর্ষিতা এক নারী বলিউড তারকা সালমান খানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। মি. খান সম্প্রতি নিজেকে ‘ধর্ষিতা নারী’র সঙ্গে তুলনা করার পর ধর্ষণের শিকার হওয়া এই নারী তার কাছে এই ক্ষতিপূরণ দাবি করেছেন।
সালমান খান সাংবাদিকদের বলেছিলেন, ছবির শ্যুটিং-এর কাজ এতো বেশি কষ্টকর যে মাঝে মাঝে তার নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হয়।
ধর্ষণের শিকার ওই নারী এক বিবৃতিতে বলেছেন, তার জীবনে যা ঘটেছে সেটার জন্যে তিনি এখনও আতঙ্কের মধ্যে আছেন। আর সম্প্রতি অভিনেতা সালমান খানের এধরনের বক্তব্যে তিনি আবারও অশান্তির শিকার হয়েছেন।
এর ক্ষতিপূরণ হিসেবে মি. খানের কাছে তিনি দাবি করেছেন ১৫ লাখ ডলার। সালমান খানের ওই মন্তব্যের পর সারা ভারতেই এর তীব্র সমালোচনা হয়েছিলো।
মি. খান অবশ্য এই বেফাঁস মন্তব্য করার পরপরই তা প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু অনেক গণমাধ্যমে তার এই মন্তব্য প্রচারিত হয়।[ads2]
টুইটারে তখন ‘ইনসেনসিটিভ সালমান’ হ্যাশটাগে অনেকে তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।
পাল্টা ‘সালমান মিসকোটেড’ হ্যাশটাগে অবশ্য অনেকে তার সমর্থনে এগিয়ে এসেছেন এই বলে যে, তিনি এই মন্তব্য প্রত্যাহার করার পরও তা অনেক গণমাধ্যম প্রচার করেনি।
ভারতে জাতীয় মহিলা কমিশন তাকে ক্ষমা চাওয়ার জন্যে সময় বেঁধে দিয়েছিলো।
কমিশন বলেছিলো, সালমান খান যদি আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চায়, তার বিরুদ্ধে সমন জারি করতে উদ্যোগ নেবেন তারা। সেই উদ্যোগ তারা নিয়েছেন কীনা সেটা জানা যায়নি।
সালমান খান বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন।
তার পরবর্তী ছবি ‘সুলতানে’ তিনি মুষ্টিযোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন।[ads2]