ঢাকা: সুরুজ বরজাতিয়া তার নতুন ছবি ‘প্রেম রতন ধন পাও’ এ নায়িকা হিসেবে সোনাক্ষি সিনহাকে নেয়ার কথা ভেবেছিলেন প্রথমে। কিন্তু নির্মাতার ভাবনা আর বাস্তবতা পেল না এ ছবির হিরো সালমান খানের জন্য। সালমান নাকি নির্মাতাকে জানিয়েছেন, তিনি আর সোনাক্ষির সঙ্গে জুটি বাঁধতে চান না। অক্ষয় কুমারের সঙ্গে সোনাক্ষির ঘনিষ্ঠতার কারণেই নাকি অভিমানের পাশাপাশি ক্ষুদ্ধও হয়েছেন সালমান। তাই তিনি সিনহা কন্যার সঙ্গে অভিনয় করতে চান না আর। যদিও নির্মাতা পরে সোনম কাপুরকেই সালমানের নায়িকা হিসেবে বেছে নিয়েছেন।
বলে রাখা ভালো, সালমানের হাত ধরে ২০১০ সালে বলিউডে যাত্রা শুরু করেন সোনাক্ষি সিনহা।