
সিঙ্গাপুর যাওয়ার খবর নিশ্চিত করে রুনা বলেন, ‘অনেক বছর পর ওই দেশে যাচ্ছি। আয়োজকদের ভাবনাটা ভালো লেগেছে আমার। রূপসী বাংলা আর পূজোর সম্মিলন থাকছে এতে। প্রবাসে থেকেও যারা রূপসী বাংলাকে মনে ধারণ করেন তা দেখে ভালো লাগে। এসব আয়োজনে গাওয়াটা উপভোগও করি।’
দুর্গোৎসবটির নাম রাখা হয়েছে গীতি আলেখ্য ‘রূপসী বাংলা ও আমাদের পূজো’। দুর্গোৎসবের আয়োজন করেছে সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটি।