মডেল ও অভিনেত্রী কবির তিথিকে সোশ্যাল মিডিয়ায় ‘সেক্সটিং’ বানিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তিথি কবির অভিযোগ করে বলেছেন, আমাকে খারাপভাবে উপস্থাপনের জন্য কিছু মানুষ আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আমার নামে ভুয়া ‘ইমো’ খুলে ঘনিষ্ঠ বন্ধুদের নিকট বাজে ‘চ্যাটিং লিস্ট’ পাঠানো হচ্ছে। কি রকম হয়রানি করা হচ্ছে। তিথি কবির বলেন, তাঁর নামে একটি ভুয়া আইডি খুলে আর একটি ভূয়া আইডির সাথে কতগুলো চ্যাট করা হয়। যা পূরো অশ্লীল। যেগুলো পড়লে তাঁকে বাজে মনে করবে সহজেই। তিথি সব বন্ধুদের অনুরোধ করেন এই রকম অশ্লীল টেক্সট কারো নিকট গেলে তাঁকে যেন জানানো হয়।
তিথি জানান, তাঁর নিজস্ব কোনো ইমো আইডি নেই। তাই কারো কাছে ইমো আইডি থেকে তাঁর নামে টেক্সট গেলে সেটা অন্য কেউ করছে বলে জানান। ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।] কটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন কবির তিথি। নাম শুটার। পরিচালনা করবেন রাজু চৌধুরী। তিথির বিপরীতে থাকছেন নায়ক রাজ তনয় সম্রাট।